তিন স্কুলবাসে চমেক হাসপাতালে যাবেন চিকিৎসক ও কর্মীরা

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগ

গণপরিবহন বন্ধ থাকায় হাসপাতালে যাতায়াত করতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। বেশিরভাগেরই ব্যক্তিগত গাড়িও নেই। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের যাতায়াতের ভোগান্তি দূর করতে এগিয়ে এসেছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

জানা গেছে, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিআরটিসির তিনটি স্কুলবাস ব্যবহার করতে দেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে। সোমবার (৩০ মার্চ) চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে বাসগুলো বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় বাসগুলো অব্যবহৃত রয়েছে।

চট্টগ্রাম নগরীর স্কুল শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী মোট ১০টি বাস উপহার দিয়েছিলেন। গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেওয়া ওই ১০টি দ্বিতল স্কুলবাস শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!