তালিকাভুক্ত ২২ রাজাকার দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলায়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নামের তালিকায় দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলা আনোয়ারা, বাঁশখালী, পটিয়া ও বোয়ালখালীর অন্তত ২২ জন স্বাধীনতাবিরোধী রাজাকারের নাম পাওয়া গেছে।

পটিয়ার তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. তৎকালীন পটিয়ার পূর্ব চন্দনাইশের খায়ের আহমেদ চৌধুরী (মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী)
২. তৎকালীন পটিয়ার জাফরাবাদের ফজল আহমেদ চৌধুরী (মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী)
৩. তৎকালীন পটিয়ার বরকলের মৌলভী খায়রুল বাশার চৌধুরী (মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী)
৪. তৎকালীন পটিয়ার চন্দনাইশের আহমদুর রহমান এমএবিএল (মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী)
৫. এখলাস মিয়া (পটিয়া থানার মামলা নম্বর ২১(২)৭২)
৬. আনু মিয়া (পটিয়া থানার মামলা নম্বর ২(৬)৭২)
৭. মোহাম্মদ ইসহাক (পটিয়া থানার মামলা নম্বর ২(৬)৭২)
৮. আবদুর রশিদ (পটিয়া থানার মামলা নম্বর ২(২)৭২)
৯. সালেহ আহমেদ (পটিয়া থানার মামলা নম্বর ৩(৭)৭২)

বোয়ালখালীর তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. খরণদ্বীপের মৌলভী আবদুল হকের পুত্র মৌলভী মাহফুজুল হক
২. পূর্ব গোমদণ্ডীর আবুল বাশারের পুত্র আবসারউদ্দিন আহমেদ
৩. পূর্ব গোমদণ্ডীর ইয়াকুব আলীর পুত্র ডা. এজাহার মিয়া
৪. জাগির হোসেন (বোয়ালখালী থানার মামলা নম্বর ১৮(১)৭২)
৫. জাকের হোসেন (বোয়ালখালী থানার মামলা নম্বর ৩৬(৩)৭২)

আনোয়ারার তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. আনোয়ারা গহিরার ফকির আহমেদ দোভাষের পুত্র জালাল আহমেদ (আনোয়ারা থানার মামলা নম্বর ৮(৭)৭২)
২. আনোয়ারা গহিরার ফকির মোহাম্মদ দোভাষের পুত্র নুরুল আনোয়ার চৌধুরী
৩. আনোয়ারা জুইদন্ডী ইউনিয়নের আবদুল বারী চৌধুরীর পুত্র সালেহ আহমেদ চৌধুরী (আনোয়ারা থানার মামলা নম্বর ৮(৭)৭২)
৪. দুদু মিয়া (আনোয়ারা থানার মামলা নম্বর ৯(১)৭২)
৫. আবদুল হাকিম (আনোয়ারা থানার মামলা নম্বর ১১(১)৭২)

বাঁশখালীর তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. কবির আহমেদ (বাঁশখালী থানার মামলা নম্বর ১০(১)৭২)
২. আজিজুর রহমান (বাঁশখালী থানার মামলা নম্বর ৮(১)৭২)
৩. বদি আলম (বাঁশখালী থানার মামলা নম্বর ১৮(৪)৭২)

প্রসঙ্গত, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ রাজাকার, আলবদর ও আলশামসের নাম প্রকাশ করা হয়েছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!