উত্তর চট্টগ্রামের ৪ উপজেলা ২৭ রাজাকারের ঠিকানা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নামের তালিকায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার অন্তত ২৭ জন স্বাধীনতাবিরোধী রাজাকারের নাম পাওয়া গেছে।

ফটিকছড়ির তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. ফটিকছড়ির আবদুল মালেকের পুত্র ঈমান আলী (বর্তমান ঠিকানা ঢাকার ৪২ কাঠালবাগান।)
২. রোসাংগিরী ইউনিয়নের সোনা মিয়ার পুত্র এয়ার মোহাম্মদ।
৩. রাঙামাটিয়া ইউনিয়নের নাবিদুর রহমানের পুত্র আবদুল লতিফ (বর্তমান ঠিকানা : সিদ্ধিরগঞ্জ, নারায়াণগঞ্জ)
৪. আহমদ হোসাইন (ফটিকছড়ি থানার মামলা নম্বর ১২(১০)৭৩)
৫. শাহ আলম (ফটিকছড়ি থানার মামলা নম্বর ৬(৮)৭২)
৬. রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর গ্রামের মৌলানা তোরাবউদ্দিনের পুত্র আবদুল মান্নান ওরফে আবদুল মোনায়েম।
৭. ভূজপুরের জামাল আহমেদের পুত্র ফজলুল হক।

হাটহাজারীর তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. মধ্য মাদার্শার গুরু মিয়া চৌধুরীর পুত্র কে এম আহমদউল্লাহ
২. মেখলের ওয়াইজউদ্দিনের পুত্র হাফিজুর রহমান তালুকদার
৩. উত্তর মাদার্শার নজির আহমদের পুত্র মোহাম্মদ হোসাইন চেয়ারম্যান
৪. চিকনদণ্ডীর হাজী আবদুল জব্বারের পুত্র আহমেদুর রহমান চৌধুরী
৫. গুমানমর্দনের মোখলেসুর রহমানের পুত্র ফয়েজ আহমেদ (নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর মিলে স্পুল ওয়েল্ডিং শাখায় কর্মরত)

রাঙ্গুনিয়ার তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. সরফভাটার আমীর আলীর পুত্র মৌলানা আহমেদ কবির সিরাজী (মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী)
২. উকিল আহমেদ তালুকদার (রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর ১(৭)৭২)
৩. নজির আহমেদ (রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর ৪(৩)৭২)
৪. মোহাম্মদ ইউসুফ (রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর ২(১)৭২)
৫. জালাল আহমেদ (রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর ১৪(৩)৭২)

রাউজানের তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী
১. রাউজান গহিরার আবদুল জব্বার চৌধুরীর পুত্র একেএম ফজলুল কাদের চৌধুরী
২. রাউজান গহিরার আবদুল জব্বার চৌধুরীর পুত্র একেএম ফজলুল কবির চৌধুরী (মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী)
৩. রাউজান গহিরার হাজী ফকির মোহাম্মদের পুত্র হাজী নুরুল আনোয়ার চৌধুরী
৪. রাউজানের পাঠান পাড়ার আন্নার আলীর পুত্র আবদুস সোবহান
৫. সুরত আলী (রাউজান থানার মামলা নম্বর ১(৫)৭২)
৬. নুরুল হক (রাউজান থানার মামলা নম্বর ৯(৩)৭২)
৭. সালামত আলী (রাউজান থানার মামলা নম্বর ২(৯)৭২)
৮. মোহাম্মদ বখশ (রাউজান থানার মামলা নম্বর ৪(৪)৭৪)
৯. গোলাম আলী (রাউজান থানার মামলা নম্বর ৫(৪)৭২)
১০. নুরুল হক (রাউজান থানার মামলা নম্বর ৪৪(৬)৭২)

প্রসঙ্গত, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ রাজাকার, আলবদর ও আলশামসের নাম প্রকাশ করা হয়েছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!