তামিম ইকবালের মা, বড় ভাই নাফিসসহ পরিবারের সবাই করোনামুক্ত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা এবং বড় ভাই নাফিস ইকবালসহ পরিবারের সবার দ্বিতীয় টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার (৩০ জুন) করোনা দ্বিতীয় টেস্টের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মাধ্যমে নমুনা প্রদান করেন নাফিস ইকবাল এবং তার মাসহ পরিবারের বাকি সদস্যরা। বুধবার (১ জুলাই) ল্যাব থেকে রিপোর্ট এসেছে নেগেটিভ। নাফিস ইকবাল নিজেই চট্টগ্রাম প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেটার নাফিস ইকবাল। এর পরে পরিবারের বাকিদেরও টেস্ট করালে তার মা, সন্তানসহ আরও তিনজনের করোনা পজিটিভ নিশ্চিত হন। নাফিস ইকবাল বলেন, ‘জুন মাসের মাঝামাঝি সময়ে (২০ জুন) উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করাতে দিই। তাতে আমার নমুনায় করোনার উপস্থিতি মেলে।’

তবে করোনা শনাক্ত হওয়ার পর চট্টগ্রামে বাসায়ই চিকিৎসা নেন তারা। চিকিৎসকের পরামর্শ মেনে হোম আইসোলেশনে থেকেই সেরে উঠেছেন। পরিবারের সব সদস্যই একই পদ্ধতিতে হোম আইসোলেশনে থেকে সেরে উঠেছেন বলে জানান তিনি।

স্বস্তি প্রকাশ করে চট্টগ্রাম প্রতিদিনকে নাফিস বলেন, ‘অসুস্থ থাকাকালে অনেকেই আমার খোঁজ নিয়েছেন, যাদের সাথে যোগাযোগ হয় না তারাও খোঁজ নিয়েছেন দোয়া করেছেন। আপনাদের দোয়াতেই সুস্থ হয়েছি সবাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নাফিস বলেন, ‘আমার আম্মুর (নুসরাত ইকবাল) প্রথমে করোনা ধরা পড়ে। এরপর আমি পরিবারসহ টেস্ট করাই, তখন আমার আর আমার ছেলে-মেয়ে নামির-আনায়ারও ধরা পড়ে। স্ত্রীর নেগেটিভ আসে। কিন্তু বাচ্চার সাথে সবসময় ছিল বলে ভেবেছিলাম ওরও পজিটিভ হবে। তবে আলহামদুলিল্লাহ্‌, সবার নেগেটিভ এসেছে। আমাদের গৃহকর্মীদের টেস্ট করিয়েছি, ওদেরও নেগেটিভ এসেছে।’ তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) জেনারেল হাসপাতালের মাধ্যমে নমুনা পরীক্ষা করাতে দিই। আজ (বুধবার) সন্ধ্যায় ল্যাবে খবর নিলে তারা জানান আমাদের কারও শরীরেই ভাইরাসের উপস্থিতি মেলেনি; সবার নমুনা পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!