সৈকতে আবারও ভেসে এল আঘাতে মরে যাওয়া ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে এল নাড়িভুঁড়ি বের হওয়া মৃত ডলফিন। বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ডলফিন দেখা যায়। এছাড়া ডলফিনটির শরীরের কয়েকটি আঘাতেরও চিহ্নও রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এটি জেলেদের জালে বা ট্রলারের আঘাত পেয়ে মারা যেতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি যখন ভেসে আসে তখন এটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। মূলত ডলফিনটি সাগরে আঘাত পেয়েছে। সৈকতে আসার মাত্র ৮-১০ মিনিটের মধ্যে ডলফিনটি মারা যায়।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’র চেয়ারম্যান আ. ন. ম মোয়াজ্জেম হোসেন বলেন, ডলফিনটি দেখে মনে হচ্ছে এটি মারা গেছে বেশিক্ষণ হয়নি। তবে সাগরে মাছ শিকারের নিষিদ্ধ সময়েও জেলেরা কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাছ ধরতে যায়। তাদের জালে আটকে ডলফিনটির মৃত্যু হয়েছে তা স্পষ্ট। তবে ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!