তাবলিগ কর্মীদের ঘরে ফিরে যেতে বললেন দুই গ্রুপই

করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে সারা দেশে তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানের মসজিদে দাওয়াতের কাজে থাকা তাবলিগের কর্মীদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে তাবলিগ জামাতের দুই অংশের নেতারা। মাওলানা সাদ ও তার বিরোধী মাওলানা জুবায়ের— দুই পক্ষই তাদের সাথীদের নিজ নিজ এলাকায় অবস্থানের আহবান জানিয়ে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠাচ্ছেন।

রোববার (৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে তাবলিগ জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের অন্যতম পরিচালক আব্দুল হালীম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা আমাদের সাথীদের গত সপ্তাহ থেকে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়েছি। কারণ এই পরিস্থিতিতে আলেম ওলামাগণ যে নির্দেশনা দিয়েছেন তার সাথে আমরা একমত।

এদিকে মাওলানা সাদবিরোধী অংশের আমির মাওলানা জোবায়ের এক অডিও বার্তায় তাবলিগ কর্মীদের বলেন, ‘এখন যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে ওলামাদের অনুসরণ করা চাই। আর যেসব পদক্ষেপ সরকার নিচ্ছে, সেগুলো যতক্ষণ শরিয়তের সীমার ভেতরে আছে, আমরা এটা অনুসরণ করবো। এমন কোনও পদক্ষেপ সরকার নেয়নি, যা ইসলামবিরোধী। ওলামায় কেরামও বলছেন মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত ও নফল বাসায় গিয়ে পড়তে। সেই হিসেবে আমরা আমাদের দেশে মসজিদে আমল আপাতত বন্ধ রাখতে বলছি। জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলছি। আবার পরিস্থিতি ঠিক হলে সবাই সময় দেবে।’

গেল বছর দুই ভাগ হওয়া তাবলীগের এই অংশের নেতৃত্বে আছে মাওলানা জুবায়ের। অপর অংশে আছেন মাওলানা সাদ। করোনা পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তের সাথে একমত হলো দুপক্ষই। জানা গেছে, কাকরাইল মসজিদসহ বিভিন্ন স্থানে তাবলিগের কাজে আসা পাঁচ শতাধিক বিদেশিও আছেন।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!