ডা. ফয়সালের হুমকি ‘ঘৃণ্য অপকর্ম’, হুঁশিয়ারি ছাত্রলীগের

বিএমএ নেতা ডা. ফয়সাল ইকবাল চৌধুরী কর্তৃক নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির প্রাণনাশের হুমকি দেওয়াকে ‘ঘৃণ্য অপকর্ম’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

সোমবার (২২ জুন) বিকেলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত চিকিৎসক নেতা ফয়সাল ইকবাল চৌধুরী কর্তৃক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির প্রাণনাশের হুমকি শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই ঘৃণ্য অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিষয়টিকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, ‘বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী দায়িত্বশীল পদে থেকেও একজন সাবেক ছাত্রনেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তায় লাশ ফেলে রাখার হুমকি দেওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।’

একই সাথে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ওপর কোন আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে জানিয়ে তারা বলেন, ‘চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সকল অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায্য অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট। ছাত্রলীগ পরিবারের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের ওপর কোনো আঘাত আসলে তার সমুচিত জবাব দেবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।’

প্রসঙ্গত, চট্টগ্রামের হালিশহর ওয়াপদা মোড় এলাকায় ‘প্রিন্স অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে স্থাপিত করোনা আইসোলেশন সেন্টারের অন্যতম উদ্যোক্তা সাজ্জাদ হোসেনের সঙ্গে বিএমএ নেতা ডা. ফয়সাল ইকবালের একটি মুঠোফোন আলাপের একটি রেকর্ড ছড়িয়ে পড়ে সোমবার। ওই রেকর্ডে ডা. ফয়সাল ইকবালকে বলতে শোনা যায়, ‘রইন্যার (নুরুল আজিম রনি) মতো চোর-ডাকাতের সাথে কী? দেশ একটু সুস্থ হোক। ওর লাশ দেখা যাবে। ওর লাশ যদি না ফেলি আমার নাম ফয়সাল ইকবাল না।’

সোশ্যাল মিডিয়ায় এই কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনার মধ্যেই এ বিবৃতি দিয়ে সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির পাশে দাঁড়ালো চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!