ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

রেলওয়ে পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তার কাছ থেকে ২১টি ট্রেনের টিকিট জব্দ করা হয়।

আটক কালোবাজারির নাম কামরুল মিয়া (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ৯ নম্বর ওয়ার্ড উত্তর মোড়াইলের আজিজ মিয়ার ছেলে।

শনিবার (১৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ক্রেতা সেজে আজিজকে আটক করে আরএনবি।

জানা যায়, টিকিট কালোবাজারি ধরতে অভিযান চালায় রেলওয়ে আরএনবি। এ সময় আরএনবির এক সদস্য সাদা পোশাকে ক্রেতা সেজে কামরুলের কাছে টিকিট কিনতে যান। টিকিট নেওয়ার সময় কামরুলকে আটক করে পুলিশ। তার কাছ থেকে মহানগর প্রভাতী, চট্রলা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের ২১টি টিকিট জব্দ করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএনবির আখাউড়া চৌকির অফিসার ইনচার্জ আবু সুফিয়ান বলেন, ‘ক্রেতা সেজে টিকিট কালোবাজারি কামরুলকে আটক করা হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল টিকিট কালোবাজারির কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!