জামালখানে বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় আগুন লাগার এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিশ্চিত হয়েছে, বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, জামালখান প্রেসক্লাবের ফুটপাত সংলগ্ন এজি চার্চের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে যায়নি জানিয়ে তিনি বলেন, আগুনে কিছু বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে এজি চার্চ সংলগ্ন আশপাশের ভবনগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

এএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!