বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলতে এলেন বিশ্বকাপজয়ী প্লাঙ্কেট

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ইনজুরির কারণে তিনদিনের জন্য বিশ্রামে শোনার পর থেকে মন খারাপ চট্টগ্রামের দর্শকদের। তার উপরে অসুস্থতার কারণে দেখা মিলছে না চট্টগ্রামের খান পরিবারের ছেলে তামিম ইকবাল (খেলছেন ঢাকার হয়ে)। এই অবস্থায় স্বস্তির একটা খবর পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও তাদের দর্শক-ভক্তরা। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা পেসার লিয়াম প্লাঙ্কেট এসেছেন দলটার হয়ে খেলতে।

চট্টগ্রাম দলে বিশ্বকাপজয়ী এই ইংলিশ তারকার অন্তর্ভুক্তি ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রাম পর্বেই তাঁকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে। এর মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপের সদস্য ছিলেন ডানহাতি এই পেসার। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। লর্ডসের সেই ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৩ উইকেট নিয়েছিলেন। প্লাঙ্কেটের তিন শিকারের মধ্যে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনও ছিলেন সেদিন।

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে ৬ ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি। প্লাঙ্কেটের বিপিএল অভিজ্ঞতা যে একদমই নেই, তা কিন্তু না। এর আগে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েছে ২০১৭-১৮ মৌসুমে ৫ ম্যাচ খেলে ১৯ ওভার বল করে ১৫৮ রানে ৭ উইকেট নেন প্লাঙ্কেট।

এ ছাড়াও প্লাঙ্কেট আইপিএলে এক মৌসুম খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। গতকাল অনুষ্ঠিত হওয়া আইপিএলের নিলামে তাঁকে কেউ দলে নেয়নি যদিও। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের মতো দলের হয়েও খেলেছেন তিনি। নিয়ন্ত্রিত সিম বোলিংয়ের জন্য প্রশংসিত এই তারকা ব্যাটও করতে পারেন মোটামুটি। ইনিংসের শেষ দিকে চট্টগ্রাম তাই তাঁর ব্যাট থেকে কিছু রানের প্রত্যাশা করতেই পারে।

তামিম এখনো ঢাকায়

ঢাকার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তামিমের সবশেষ পরিস্থিতি, ‘তামিম কালকে (বৃহস্পতিবার) চিকিৎসকের কাছে গিয়েছে। জ্বরটা একটু কমেছে। তবে পেটে ব্যথা আছে। আসে কি না, আজ (শুক্রবার) বলতে পারব।’ বিপিএলের চট্টগ্রাম-পর্বে তামিমকে দেখা যাবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা কোচ বললেন, ‘এখনো বলতে পারছি না। দুপুরের পর আমাদের জানানোর কথা।’

বিপিএলে ঢাকার হয়ে তিন ম্যাচ খেলেছেন তামিম। সবগুলো ম্যাচই খেলেছেন ঢাকায়। শেষ দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এরপর সিলেট থান্ডারের বিপক্ষেও করেছেন ৩১ রান।

চট্টগ্রামে আর দুটি ম্যাচ খেলবে ঢাকা। সোমবার কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ঢাকা। পরের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ সিলেট থান্ডার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!