জাপান থেকে চট্টগ্রামে এলেন কারাতের বিশ্বচ্যাম্পিয়ন সিনজি নাগাকি

দুদিনের সফরে চট্টগ্রামে এলেন জাপান কারাতে ফেডারেশনের প্রশিক্ষক ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সিনজি নাগাকি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রামে আসার পর সাবেক এই কারাতে বিশ্বচ্যাম্পিয়ন টানা দুদিন বাংলাদেশের কারাতে খেলোয়াড়দের উচ্চতর প্রশিক্ষণ দেবেন।

শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে চট্টগ্রামের রেডিসন ব্লু বে-ভিউর নীলগিরি হলে। প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বাংলাদেশে এই প্রশিক্ষণের আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ইন্সপায়ার চট্টগ্রাম।

ইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যান সাজ্জাত হোসেন জানান, সিনজি নাগাকি ২৬ আগস্ট চট্টগ্রাম থেকে ভারতে যাবেন। সেখানেও তিনি দুইদিনের একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!