মহিউদ্দিন চৌধুরীর নামে হচ্ছে চট্টগ্রামের উড়ালসেতু

চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন উড়ালসেতুর নাম হবে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ফ্লাইওভার। এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র ও মহানগর আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৪৫৮ তম বোর্ড সভায় সর্বস্মতিক্রমে নামকরণ অনুমোদন হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন চৌধুরীর নামে হচ্ছে চট্টগ্রামের উড়ালসেতু 1
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জিনাত সোহানা চৌধুরী বলেন, ‘নামকরণের বিষয়টি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৪৫৮তম বোর্ড সভায় সর্বস্মতিক্রমে অনুমোদন হয়েছে। নির্মাণ কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে।’

জানা গেছে, সাড়ে চার হাজার কোটি টাকায় উড়ালসেতুটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার নগরীর লালখান বাজার থেকে আগ্রাবাদ-ইপিজেড হয়ে বিমানবন্দরে গিয়ে শেষ হবে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!