ছিনতাই করে পালানোর সময় ডাকাত ধরা

চট্টগ্রামের আনোয়ারায় মিজান নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালানোর সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ডাকাতের নাম নুরুল আজিম (৩২)। তার বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালাবিবি দীঘি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সাও জব্দ করা হয়েছে। তবে আরও ৪ ডাকাত পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরির্দশক মো. ইকরাম উজ্জামান বলেন, বাঁশখালীর মিজান নামে এক ব্যক্তিকে শোলকাটা এলাকায় ছুরির আঘাত করে নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে নিয়ে যাওয়ার খবর পেয়ে কালাবিবি দীঘি মোড় এলাকা চেস্ট পোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার ও সিএনজি জব্দ করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার ডাকাতকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি ৪ জনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!