চুয়েট শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. মেহেদী হাসান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. এম কে জিয়াউল হায়দার।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির ২০২২-২০২৩ কার্যকরী পরিষদের প্রতিবেদন তুলে ধরেন সমিতির বিগত পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান।

এ সময় শিক্ষা ও গবেষণা খাতে গৌরবময় অবদানের জন্য ২৫ জন শিক্ষককে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সভায় চুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমানের নেতৃত্বাধীন নতুন কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিগত পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘আমরা এখন সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আছি। আমাদের এই অগ্রযাত্রাকে সবদিক দিয়ে টেকসই হিসেবে দাঁড় করা হবে। এখানে শিক্ষকবৃন্দের ভূমিকাও অত্যন্ত গুরুত্ববহ।’

তিনি আরও বলেন, ‘চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে দাঁড় করাতে আমরা নানামুখি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রেখে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট। এ ব্যাপারে চুয়েট শিক্ষক সমিতি গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।’

শিক্ষক সমিতির বিগত পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিগত পরিষদের সভাপতি অধ্যাপক ড. এএসএম সায়েম বলেন, ‘চুয়েট শিক্ষক সমিতির মতো শান্তিপূর্ণ ও অরাজনৈতিক শিক্ষক সমিতি বর্তমান সময়ে বিরল। সমিতি সবসময়ই প্রশাসনের সহায়ক হিসেবে কাজ করে আসছে। শিক্ষক সমিতির বিভিন্ন প্রস্তাবনা আমলে নিয়ে চুয়েট প্রশাসন কাজ করলে চুয়েট আরও দ্রুত এগিয়ে যাবে।’

এছাড়াও তিনি নতুন পরিষদের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, ‘আশা করি বিগত পরিষদের চলমান কাজগুলো বর্তমান পরিষদ এগিয়ে নিয়ে যাবে এবং চুয়েটের অগ্রগতিতে বিভিন্ন নিত্য নতুন পদক্ষেপ নিবে।’

চুয়েট শিক্ষক সমিতির ২০২৪-২০২৫ কার্যনির্বাহী পরিষদে সভাপতি পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান রানা।

জেডএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!