চিটাগাং ক্লাব নোংরা পানি ফেলছিল রাস্তায়, জরিমানা মোটে ৫০ হাজার

চিটাগাং ক্লাব লিমিটেডকে ময়লাযুক্ত পানি রাস্তায় ফেলে জনদুর্ভোগ সৃষ্টি ও পরিবেশ দূষণের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ‘বড়লোকদের ক্লাব’ হিসেবে পরিচিত চিটাগাং ক্লাবকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

জানা গেছে, চিটাগাং ক্লাব লিমিটেডের ময়লাযুক্ত নোংরা পানি সর্বসাধারণের চলাচলের রাস্তায় এসে পরিবেশ দূষণ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সরজমিনে গিয়ে দুর্ভোগের সত্যতা পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষকে জরিমানা ও ভবিষ্যতে এমন না করার বিষয়েও আদেশ দিয়ে আসেন।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কোতোয়ালী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!