চাক্তাইয়ে মধ্যরাতে জব্দ ৫০০ বস্তা ভারতীয় চিনি, কারবারি ধরা

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে বিক্রি করতেন বোরহান। এভাবে চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করে যাচ্ছিলেন। কিন্তু এবার তিনি ধরা পড়লেন র‌্যাবের হাতে। একইসঙ্গে অভিযানে একটি লরি থেকে ২৫ মেট্রিক টনের ৫০০ বস্তা অবৈধভাবে আনা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসব চিনি যাচ্ছিল বাকলিয়ার চাক্তাই এলাকায়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

চাক্তাইয়ে মধ্যরাতে জব্দ ৫০০ বস্তা ভারতীয় চিনি, কারবারি ধরা 1

শনিবার (২০ এপ্রিল) মধ্যরাত ৩টার দিকে চাক্তাই চালপট্টি এলাকা থেকে এসব চিনি জব্দ এবং বোরহানকে আটক করে র‌্যাব।

আটক বোরহান আলমদার (২৭) চট্টগ্রামের পটিয়ার ভাটিখাইন এলাকার আলমদার পাড়ার মো. আমিন শরীফের ছেলে।

জানা গেছে, বোরহান বিভিন্ন কৌশলে চোরাপথে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে দেশে মজুদ করতেন। এরপর দাম বাড়লে এসব চিনি তিনি বাজারে ছাড়তেন।

এই বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, চাক্তাই এলাকায় কেউ একজন অবৈধ ভারতীয় চিনি বিক্রির চেষ্টা করছে। সেই তথ্যমতে, রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ৫০০ বস্তা চিনিসহ বোরহানকে আটক করি। এসব চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

চিনিবোঝাই একটি লরিও জব্দ করা হয়েছে। আটক বোরহানকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নূরুল আবছার।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!