চবি পুলিশ ফাঁড়ির সেই পরিচিত মুখটি হারিয়ে গেল শ্বাসকষ্টে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পুলিশ ফাঁড়ির সাবেক ভারপ্রাপ্ত ইনচার্জ জাহাঙ্গীর আলম শ্বাসকষ্টে মারা গেছেন। তিনি কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ভুগে হালিশহর পুলিশ লাইনের ভেতরে আইসোলেশনে ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন চবি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ফেব্রুয়ারি মাসে জেলা পুলিশ লাইনে বদলি হন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. জাহাঙ্গীর।

তিনি বলেন, জাহাঙ্গীরের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি ছিল। পরে চমেকে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্বাসকষ্টে মারা যান।

জানা যায়, জাহাঙ্গীর তিন চারদিন ধরে পুলিশ লাইন আইসোলেশন সেন্টারে ছিলেন। সোমবার (২২ জুন) রাত আটটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যায়। পরে তাকে দাসপাড়া কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!