সেই তিমির ময়নাতদন্ত শেষ, কী রয়েছে রিপোর্টে

টেকনাফের শাহপরীরদ্বীপ সৈকতে ভেসে আসা মৃত তিমির বাচ্চাটির ময়নাতদন্ত শেষ হয়েছে। সোমবার রাতে টেকনাফ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী এটির ময়নাতদন্ত শেষ করলেও মঙ্গলবার (২৩ জুন) এ ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, এটি গভীর জলের মাছ। কোন কারণে দলছুট হয়ে এটি অগভীর পানিতে এসে আর ফিরে যেতে পারেনি। অগভীর পানিতে আসার কারণে মাছটির মৃত্যু হয়েছে। এছাড়া এটির শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

টেকনাফ উপকূলীয় বন বিভাগের সহায়তায় ডা. শওকত আলী তিমিটির ময়নাতদন্ত শেষ করেন এবং বন বিভাগের কাছে প্রতিবেদন জমা দেবেন বলেও জানিয়েছেন তিনি। তবে মাছটি তিমির প্রজাতি বলেও নিশ্চিত করেন ডা. শওকত আলী।

প্রসঙ্গত, গত ২০ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতে এসে আটকে পড়েছিল তিমিটি। পরে জোয়ারে পানিতে এটি ভেসে যায়। এর দুইদিন পর সোমবার সকালে শাহপরীর দ্বীপের দক্ষিণ সৈকতে তিমির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সামুদ্রিক প্রাণী গবেষকরা নিশ্চিত করেন জলজ প্রাণীটি তিমি মাছের একটি প্রজাতি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!