চবির পাহাড়ে ফের আগুন, পুড়ছে গাছপালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গাছপালা পুড়ছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী পাহাড়ে এই আগুন দেখা যায়। আগুন নেভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আমরা সবাই ঘটনাস্থলে আছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যাবে।

উল্লেখ্য, এর আগে ১১ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে একইরকম আগুন দেখা যায়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!