চবিতে নতুন দুটি ট্রেন আসবে অক্টোবরে, থাকবে এসি-ওয়াইফাই

আগামী মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা নতুন দুইটি শাটল ট্রেন পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট সভাকক্ষে সিনেট সদস্য ড. ওমর ফারুক রাসেলের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন।

উপাচার্য বলেন, গতকালও (শুক্রবার) আমি রেলমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে খুললেই একটি নয়, দুইটি শাটল ট্রেন দেবো।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে আসেন রেলমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন রেলমন্ত্রী।

এতে তিনি ঘোষণা দেন এসি ও ওয়াই-ফাইসহ ১৫-১৬ বগিবিশিষ্ট একটি নতুন ট্রেন দেবেন চবি শিক্ষার্থীদের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!