চবিতে টিকা পাবে অনাবাসিক শিক্ষার্থীরাও, ২ দিনের মধ্যে এনআইডি দেয়ার নির্দেশ

আবাসিক শিক্ষার্থীর পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদেরও করোনা টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। টিকা নিতে আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে পৃথক অনলাইন ফরম পূরণ করতে বলা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ও বিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এম মনিরুল হাসান স্বাক্ষরিত দুইটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। এজন্য আমরা আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নির্ধারিত ফরম পূরণ করতে বলেছি। আগামী ৬ মার্চের মধ্যে এই ফরম পূরণ করতে হবে।

অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ফরমঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKR3aY03xBwSPvDIl99OzYNssatm4dDkq4Sn8xRf9gOw4rAw/viewform?usp=send_form

আবাসিক শিক্ষার্থীদের ফরমঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScOfymkIeiI4z7R4tVOMfiHed3vSckpE4p-mii9n2Dn2vFMqA/viewform?usp=send_form

এমআইটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!