চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন রেড সিগনাল (আরএস) গ্রুপের এক কর্মীকে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে আরএস গ্রুপ।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় অনির্দিষ্টকালের অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন আরএস গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার।

জানা গেছে, দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের ক্যাফেটেরিয়ায় আরএস গ্রুপের দুই কর্মী ডেভেলপমেন্ট স্টাডিজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ আরমান ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমরান আশিককে মারধর করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা। এ ঘটনায় দোষীদের বিচার ও ঘটনার দায়ভার গ্রহণ করে সাধারণ সম্পাদক টিপুর পদত্যাগের দাবিতে এ অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়।

এদিকে এ ঘটনার পর বিকাল আড়াইটার ট্রেন ফতেহাবাদ স্টেশনে পৌঁছলে ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয় বলে জানা গেছে। ফলে ৪টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে অবরোধের কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেন চলাচল সাময়িক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী। তিনি বলেন, ‘ক্যাম্পাসে ঝামেলার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে আর এসগ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, ‘আজ দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে সিক্সটি নাইন গ্রুপের পিটুর নেতৃত্বে ২০-২৫ আমার দুই কর্মীর ওপর হামলা করে। এ ঘটনায় দোষীদের বিচার ও ঘটনার দায়ভার গ্রহণ করে সাধারণ সম্পাদক টিপুর পদত্যাগের দাবিতে এই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছে।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনায় ও এর আগের ঘটনায় যারা জড়িত কেন্দ্রের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!