বঙ্গবন্ধু টানেলে গাড়ি চলাচল বন্ধ ১২ ঘণ্টা

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল ১২ ঘণ্টা বন্ধ থাকবে।

রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিকাল সাড়ে ৫টায় টানেলের উভয়প্রান্তের ৪টি ফ্লাড গেট বন্ধ করে টানেল কর্তৃপক্ষ।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী গোলাম সামদানী হিমেল।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, আমরা চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল আজ সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বিকাল ৩টা থেকেই টানেলে গাড়ি চলাচল বন্ধ রাখে টানেল কর্তৃপক্ষ।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!