চট্টগ্রাম বন্দরে আসার পথে সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বিকল্প লাইনে রেল চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে রেলওয়ে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনটির কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা ছিল। ট্রেনটি পথে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় পৌঁছলে দুটি বগি (কনটেইনার রাখার গাড়ি) লাইনচ্যুত হয়।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলে ডাবললাইন হওয়ার কারণে অন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!