চট্টগ্রাম টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্পন্সর ‘ওভাই’

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্পন্সরশিপ পেয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ওভাই’। ভাই-ভাইয়ের সিরিজে দায়িত্বও পেলো ভাই, তাও আবার ওভাই। তাই সিরিজের নামকরণও করা হয়েছে ‘ওভাই সিরিজ’।

আফগানিস্তান-বাংলাদেশ তো ‘ভাই-ভাই। জিম্বাবুয়ের সঙ্গেও সম্পর্কটা ভাইয়েরই। বিপদে-আপদে জিম্বাবুয়েই পাশে ছিল সব সময়। এখন যেমন আইসিসির নিষেধাজ্ঞার কবলে পরেও জিম্বাবুয়েকে ডেকে পাঠাতে ভোলেনি বাংলাদেশ। তিন ভাইয়ের এই ক্রিকেট যজ্ঞের আয়োজনের শিরোনামটা ‘ওভাই ক্রিকেট সিরিজ’ বেশ মানানসই।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। ম্যাচটা হবে চট্টগ্রামে। এর আগে ১-২ সেপ্টেম্বর দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। সেটিও চট্টগ্রামে। ১৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে তিন দলের টি-টোয়েন্টি সিরিজ। ঢাকায় তিনটি ম্যাচ হয়ে বাকি তিন ম্যাচ খেলা হবে চট্টগ্রামে। প্রত্যেক দল পরস্পরের সঙ্গে দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেরা দুটি দল খেলবে ফাইনাল। ২৪ সেপ্টেম্বরের ফাইনালটি হবে ঢাকা।

চট্টগ্রামের সবগুলো আন্তর্জাতিক ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ঢাকার ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচটি হবে এমএ আজিজ স্টেডিয়ামে। আর ৮ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ঢাকায় পা রাখা জিম্বাবুয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে নারায়ণগঞ্জের ফতুল্লা। সেই ম্যাচটি হবে ১১ সেপ্টেম্বর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!