চট্টগ্রামে ৪ পেঁয়াজ কালোবাজারির রিমান্ড

টিসিবির ৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পেঁয়াজ চট্টগ্রামের খোলা বাজারে বিক্রির ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমীনের আদালতে পুলিশ ৪ আসামির ৫ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো- দোলন বড়ুয়া (৫০), দিলীপ বড়ুয়া (৫০), মো. এমদাদুল হক মাসুম (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পেঁয়াজ কালোবাজারির কথা স্বীকার করে। টিসিবির ৪৫ টাকার পেঁয়াজ আসামি জাহাঙ্গীর আলমের কাছে ৮০ টাকায় বিক্রির কথাও জানান ৩ আসামি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ বস্তা পেঁয়াজের ৪ বস্তা বায়েজিদের অক্সিজেন মোড় এলাকার জাহাঙ্গীর স্টোর থেকে ও ৩ বস্তা একটি মিনি পিকআপ থেকে পেঁয়াজ উদ্ধার করা হয়। পিকআপটিও জব্দ করা হয়েছে। এছাড়া টিসিবির ব্যানার, একটি স্কেল এবং টিসিবির সরবরাহকৃত চালান কপিও জব্দ করা হয়।

এএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!