চট্টগ্রামে ১ লাখ ৮৩ হাজার ৭৪১ শিশুকে করোনার টিকা প্রদান

চট্টগ্রামে ৫ থেকে ১১ বছর বয়সী ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশুকে করোনার টিকা দেওয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়। সর্বশেষ মঙ্গলবার ২০ হাজার ২০০ শিশুকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ১০ হাজার ২৪৬ জন ছাত্র এবং ছাত্রী ৯ হাজার ৯৫৪ জন।

এ পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশু করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ জন ছাত্র এবং ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা পুরোটাই কভার দেওয়ার চেষ্টা করছি আমরা। কিন্তু কিছু এলাকা এখনো বাদ আছে। টিকাদান চলছে। খুব শীঘ্রই উপজেলা লেভেলে শিশুদের করোনা টিকার আওতায় আনা হবে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!