রান্নার সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো এবার

এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দাম ঘোষণা করেছেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক।

এখন আগের দামের চেয়ে ১৬ টাকা বেশি দামে বিক্রি হবে এই গ্যাস। ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা। যার আগের মুল্য ছিল ১ হাজার ২১৯ টাকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে এ দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এর আগের মাসে ১২ কেজিতে ৩৫ টাকা কমেছিল।

এলপিজি গ্রাহকদের অভিযোগ, সরকার এলপিজির দাম নির্ধারণ করে দিলেও খুচরা পর্যায়ে গ্রাহক থেকে আরও বেশি টাকা নেন ব্যবসায়ীরা। এ মুহূর্তে এলপিজির খুচরা বাজারে কারও নিয়ন্ত্রণ নেই। তাই ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো এলপিজির দাম রাখছেন।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!