চট্টগ্রামে রাতে তুমুল বৃষ্টির আভাস দিল আবহাওয়া, পাহাড়ধসের শঙ্কা

মৌসুমি বায়ুর সৃষ্ট প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। চট্টগ্রামে শনিবার (১১ জুলাই) রাতে টানা ভারি বর্ষণও হতে পারে। কোথাও কোথাও রয়েছে অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। টানা বর্ষণের কারণে মিলেছে পাহাড়ধসের পূর্বাভাসও।

শনিবার দুপুর আড়াইটার দিকে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ বলেন, ‘শনিবার দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩২ দশমিক ০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে টানা বর্ষণের পাশাপাশি পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!