চট্টগ্রামে মাদক মামলার আসামিকে যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীতে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামির নাম মো. হেলাল হোসেন বাবু (৩৪)। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার কবিরহাট পৌরসভার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

বুধবার (৩ এপ্রিল) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নারগিস আক্তার এই রায় দেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৭ এপ্রিল নগরীর বহদ্দারহাট থেকে বাস টার্মিনালের দিকে প্রাইভেট কার নিয়ে যাওয়া সময় পুলিশ বাবুকে আটক করে। ওই সময় প্রাইভেট কার থেকে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের তৎকালীন সার্জেন্ট মো. নুরুল ইসলাম বাদি হয়ে ওই সময় মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, আজ (বুধবার) ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ড দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!