কর্ণফুলীতে রিকশা চালক খুন, ৮২ দিনেও তদন্তে ব্যর্থ পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালক মো. আজিবুল ইসলাম আরিফ (১৮) খুনের ঘটনার ৮২ দিন সময় পেরিয়ে গেলেও খুনিকে শনাক্ত করতে পারেনি থানা পুলিশ।

তাই পুলিশ সদর দফতরের নির্দেশে সিদ্ধান্ত নিয়েছে এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১২ জানুয়ারি ভোরে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের তমিজ উদ্দিন চেয়ারম্যান সড়কের পাশে ধান ক্ষেতের জমিতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

খুনিদের শনাক্তে পুলিশ ঘটনার আশেপাশ কর্ণফুলীর পুরাতন ব্রিজঘাট ও চরপাথরঘাটা সড়কের অর্ধশতাধিক সিটিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কোনো কূল-কিনারা পায়নি পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, এখনো পর্যন্ত কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তার কাছে আরিফ হত্যার ঘটনাটি ‘ক্লুলেস’। কেউ আটক বা গ্রেপ্তার নেই। মামলাটি ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে চলে গেছে।

রিকশা চালক আরিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই আবুল কালাম বলেন, ‘ঘটনার পরপরেই ৫০টিরও অধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এমনকি সন্দেহজনক ১০ জনের বেশি লোককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো ক্লু মেলেনি। যেহেতু হত্যা মামলা। নিশ্চিত না হয়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

এ ঘটনায় ভিকটিম আরিফের মা শাফিয়া বেগম ঘটনার পর দিনই বাদি হয়ে অজ্ঞাত আসামিদের সিএমপির কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন। যার জিআর মামলা নং-১৭।

এ ব্যাপারে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ‘আমাদের একাধিক টিম জোর চেষ্টা চালিয়েছিল। ক্লুলেস ঘটনা। তাই সময় দরকার। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আপডেট নেই। মামলাটি হয়তো চলে যাবে পিবিআইয়ের কাছে। এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!