চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলায় মো. মহসিন (৩৪) নামের এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞার আদালত এ রায় দেন।

মো. মহসিন ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পশ্চিম পাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি মহসিনকে ১৯২ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শেষে গত বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

রায়ের সময় মো. মহসিনকে কারাগার থেকে আদালতে হাজির করে সাজা পরোয়ানামূলে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!