চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর আটক ১২

চট্টগ্রামের আগ্রাবাদে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বিক্ষুব্ধ জামায়াত-শিবির কর্মীরা ভাঙচুর করেছে পুলিশের একটি গাড়ি। পরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন বলেন, ‘দুপুরে জুমাজ নামাজ শেষে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এসময় জামায়াত-শিবিরের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!