চট্টগ্রামে জজের কম্পিউটার চুরি আদালত ভবন থেকে

চট্টগ্রামের ফটিকছড়ির আদালত ভবনে জজের অফিস থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ এপ্রিল) ফটিকছড়ি আদালতের কর্মকর্তা (নাজির) ছৈয়দ কুদরত এ খোদা বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ফটিকছড়ি আদালত ভবনের বিচারক মোহাম্মদ মেজবা উদ্দিন গত রোববারও (১৭ এপ্রিল) কাজ করেছেন কম্পিউটারে। এরপর আজ সকালে কাজ করতে গেলে কম্পিউটারের সিপিইউ চুরির বিষয়টি ধরা পড়ে।

এ সিপিইউতে আদালতের মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে।

পুলিশের ধারণা, চোরের দল নথি ধ্বংস করতে এ কাজ করেছে। দু’একদিনের মধ্যে হয়তো সিপিইউটি চুরি করা হয়েছে। তবে ঘটনায় আদালত ভবনে কাজ করেন এমন লোক জড়িত থাকতে পারে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম ইবনে আনোয়ার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আদালত ভবনে জজের কম্পিউটারের মূল অংশ সিপিইউটি মিসিং হয়েছে। থানায় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!