মামা-ভাগিনা ডুবে গেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘এমভি মামা ভাগিনা’ নামের বালুবোঝাই একটি বাল্কহেড  ডুবে গেছে। তবে নৌযানে থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে জাহাজ চলাচলে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২০ এপ্রিল) সাড়ে ১০টায় বন্দরের বহির্নোঙ্গরে  এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

সকাল থেকে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় বাতাসের কবলে পড়ে নৌযানটি ডুবে গেছে বলে ধারণা বন্দরের কর্মকর্তাদের।

বাল্কহেডটি উদ্ধারে চট্টগ্রাম বন্দরের উদ্ধার জাহাজ দিশারী-৭ ও  জরিপ জাহাজ বিএলভি আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজার্বেটর ক্যাপ্টেন ফরিদ উদ্দিন বলেন, ‘বহির্নোঙ্গরে ৮০০০ সিএফটি বালুবোঝাই বাল্কহেড এমভি মামা-ভাগিনা ডুবে যায়। মাঝিরা সাঁতার কেটে অন্য জাহাজে উঠে পড়ে। ফলে তারা জীবিত উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘বাল্কহেড ডুবে যাবার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দিয়েছি। বড় জাহাজ চলাচলে সতর্কতার অংশ হিসেবে এটা করা হয়েছে। এমভি মামা ভাগিনাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!