চট্টগ্রামে মাদক মামলায় একজনের ৫ বছরের সাজা

ইয়াবা বহন করায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। ৯ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. রেজাউল। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীমোড়া এলাকার আলী আহমেদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল বাকলিয়া থানার শাহ আমানত সেতুর সংযোগ সড়কের উত্তর পাশ থেকে মো. রেজাউলকে আটক করা হয়। পরে তল্লাশি করে পুলিশ রেজাউলের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা পায়।

এরপর বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বাদি হয়ে থানায় মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মো. রেজাউল নামের একজনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!