চট্টগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা এলাকার চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফারুককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করে র‍্যাব।

ফারুক আনোয়ারার বৈরাগী পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার বাদী আবুল বশর ও আসামি মো. ফারুক আনোয়ারার বৈরাগী পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ ছল। এর জের ধরে ২০২২ সালের ২১ এপ্রিলে বাড়ীর সীমানায় বাশেঁর বেড়া নির্মাণ কাজ শুরু করলে ফারুকের সঙ্গে বশরের বাকবিতণ্ডা হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে মো. ফারুক ও তার সহযোগীরা বশরের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীর উপর হামলা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

র‍্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, আসামি মো. ফারুকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!