চট্টগ্রামে এসে দলের কেন্দ্রীয় নেতা নিখোঁজ, ভিপি নুরের বিস্ফোরক অভিযোগ

খুলশীতে ছিল নিখোঁজ নেতার সর্বশেষ অবস্থান

গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের এক কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম এসে নিখোঁজ হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

নারায়ণগঞ্জ থেকে ‘ব্যবসার কাজে’ চট্টগ্রাম এসে বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ থাকা পেশাজীবী পরিষদের ওই নেতার নাম জাহিদুল আলম (৩০)।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নুরুল হক নূর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সন্ধ্যা ৭ টা থেকে তিনি নিখোঁজ। তিনি এর আগে তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তাকে কেউ অনুসরণ করছে।’

জাহিদুল ইসলাম নিখোঁজ হওয়ার আগে তার এক শুভাকাঙ্ক্ষীর কাছে অস্পষ্ট একটি ছবি পাঠিয়েছেন জানিয়ে নূর বলেন, ‘তিনি সর্বশেষ একজনকে একটি ছবি পাঠিয়েছেন যেখানে একটা গাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে। আর তাতে পুলিশের স্টিকার লাগানো। এই কারণে আমরা ধারণা করছি পুলিশই তাকে আটক করেছে। যদিও আমি পুলিশের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। তারা বলেছে এই নামে তারা কাউকে গ্রেপ্তার করেনি।’

কোন্ এলাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন চট্টগ্রাম প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে নূর বলেন, ‘সর্বশেষ জাহিদুলের সাথে যার কথা হয়েছে তাকে তিনি জানিয়েছিলেন তিনি খুলশী এলাকায় আছেন।’

তবে চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশ জানিয়েছে, জাহিদুল আলম নামে কাউকে গ্রেপ্তার করেনি তারা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের থানায় জাহিদুল আলম নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ‘গণ অধিকার পরিষদ’ নামের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের অনেকেই রয়েছেন।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!