চট্টগ্রামে অনাথ শিশুদের বাস উপহার দিলেন মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহরের একটি ৪০ আসনের বাস সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) ছাত্রীদের জন্য উপহার দিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (৩০ অক্টোবর) টাইগারপাসের সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে বাসটি গ্রহণ করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল আলমসহ প্রতিষ্ঠানটির ছাত্রীরা।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সিটি কর্পোরেশনের বহরের একটি বাস মেরামত করে রং লাগিয়ে শিশু পরিবারে ছাত্রীদের আনা-নেওয়ার জন্য দিয়েছেন মেয়র। এর ফলে বাবা-মা, পরিচয়বিহীন সরকারি পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ছাত্রীরা রৌফাবাদ থেকে রহমানিয়া স্কুল, হাজেরা তজু কলেজ, কাপাসগোলাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কলেজে আসা-যাওয়া করতে পারবে। শিশু পরিবারে বর্তমানে শতাধিক ছাত্রী রয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!