চট্টগ্রামজুড়ে ব্যক্তিগত সিসি ক্যামেরাগুলো যুক্ত হবে থানার নেটওয়ার্কে

নগরীতে ব্যক্তি উদ্যোগে স্থাপিত সিসি ক্যামেরাগুলো থানার সাথে সংযুক্ত করার ঘোষণা দিয়ে নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, যারা বিচ্ছিন্নভাবে পাড়া, মহল্লা অথবা ব্যক্তিগত উদ্যোগে অনেক স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছেন ওই ক্যামেরাগুলো একটি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি থানার সাথে সংযুক্ত করতে চাই।

সিএমপি কমিশনার বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডবলমুরিং থানা এলাকায় স্থাপিত সিসি ক্যামেরা নেটওয়ার্ক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশ এসব বলেন।

তিনি আরো বলেন, এই সিসিটিভির মাধ্যমে চট্টগ্রাম শহর অপরাধমুক্ত থাকবে, কোন অপরাধ হলে অপরাধী শনাক্ত এবং ধরা সহজ হবে। নিশ্ছিদ্র নিরাপদ শহর গড়ার লক্ষে ঈদের আগেই নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনবো আমরা। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়কসহ শহরের প্রায় অর্ধেকেরও বেশি এলাকা সিসি ক্যামেরার আওতা আনা হয়েছে বলেও জানান তিনি।

সুধী সমাবেশে অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ হামিদুল আলম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. মিজানুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াছমিন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. তারেক আহম্মেদ, ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আশিকুর রহমান, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!