সীতাকুন্ডে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়ার মধ্যম সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার সময় মো. ইব্রাহিমের বাড়িতে একদল গরুচোর হানা দেয়। গরু চুরির চেষ্টার সময় বাড়ির মালিক চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে এসে বেলাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করে। স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। সকাল আনুমানিক ১০টা পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বেলাল কুমিরা কোর্টপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। এদিকে সংবাদ পেয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মুনীর আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরি ঘটনা প্রতিরাতেই ঘটছে। চোরের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। চুরির ঘটনায় ওই যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!