চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিশ্বে অসাম্প্রদায়িক রাষ্ট্রের অন্যতম উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবার মর্যাদা সমান। কাজেই এদেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাই নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

রোববার (২২ সেপ্টেম্বর) রোববার নগরীর পাঁচলাইশস্থ আনিকা ক্লাবে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন চকবাজার থানার পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তি। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পী।

উদ্বোধক হিসেবে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার উদ্বোধন করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত। উদ্বোধনের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পণ্ডিত উজ্জ্বল ভট্টচার্য্য।

চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রুমন ভট্টাচার্য্য ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, রত্নাকর দাশ টুনু, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম ডিউক, সুমন দাশ চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হারাধন মিত্র।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন দাশ, জিকু রুদ্র, তপন চন্দ্র দাশ, স্বপন দাশ, লিটন দাশ, রঞ্জন দাশগুপ্ত, পংকজ বিশ্বাস ও অনয় ধর। শেষে মেয়র আ জ ম নাছির উদ্দীন, অ্যাডভোকেট চন্দন তালুকদার, শ্রী প্রকাশ দাশ অসিত ও হারাধন মিত্রকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!