ক্যাবের প্রতিনিধি সভায় বোয়ালখালী উপজেলা কমিটি গঠিত

সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সুরক্ষার প্রত্যয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালখালী উপজেলা কমিটির প্রতিনিধি সভা সোমবার (৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

ক্যাবের প্রতিনিধি সভায় বোয়ালখালী উপজেলা কমিটি গঠিত 1

বিশেষ অতিথি ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী। ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবদুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ওবাইদুল হক হক্কানী, সাবেক চেয়ারম্যান এম নুর মোহাম্মদ, মোহাম্মদ এয়াকুব চৌধুরী, মাহবুবউল আলম, প্রনব রাজ বড়ুয়া, এস এম আবু তৈয়ব, নুরুল ইসলাম মুন্সী, হামিদুল হক চৌধুরী, আবুল ফজল বাবুল, আকতার কামাল চৌধুরী, রাজু দে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন খালেদ, সৈয়দ নজুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, মোহাম্মদ ইমরান হোসেন, আবু নাহিয়ান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানীকে সভাপতি, বোয়ালখালী ডটকমের সম্পাদক আবুল ফজল বাবুলকে সাধারণ সম্পাদক, সাংবাদিক সৈয়দ নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ক্যাব বোয়ালখালী উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়াও সাবেক চেয়ারম্যান এম নুর মোহাম্মদ, সমাজ সেবক মোহাম্মদ এয়াকুব চৌধুরী, মাহবুবউল আলম, প্রনব রাজ বড়ুয়া, মাস্টার রফিক আহমদকে সদস্য করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

পরে নবগঠিত ক্যাব বোয়ালখালী উপজেলা কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ক্যাব বোয়ালখালীর কার্যক্রম পরিচালনায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদানের আশ্বাস দেন।

সভায় আগামী রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র্যা লি ও আলোচনা সভা সফল করা, বোয়ালখালী উপজেলায় ভোক্তা আন্দোলনের মডেল উপজেলায় পরিণত করাসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!