কাপ্তাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

রাঙামাটি জেলার কাপ্তাই বাসস্ট্যান্ড এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শনিবার (১৮ মে)এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জয়ন্ত তনচংগ্যা (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুতগতিতে চলতে থাকা মোটরসাইকেলের সামনে পথচারী এসে পড়লে নিজের গাড়ি আর নিয়ন্ত্রণ করতে পারেননি ওই ছা্ত্র।

কাপ্তাই থানা সুত্রে জানা যায়, কাপ্তাই ইউনিয়নের বাস স্ট্যান্ডের সামনে ঢালু সড়কে পথচারীকে সাইড দিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল নিয়ে সড়কের উপর আছড়ে পড়ে। এতে শনিবার (১৮ মে) সকালে গুরুতর আহত হন রাঙামাটি সদরের বাইল্যা মিতিঙ্গাছড়ি এলাকার অর্জুন তনচংগ্যার পুত্র কর্ণফুলী সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী জয়ন্ত তনচংগ্যা।

পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।এদিকে মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই থানা ওসি সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। পরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!