করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব র‌্যাবের হাতে যুবক আটক

চট্টগ্রামের করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে খাবার স্টক করার আহ্বান জানানের অপরাধে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবকের নাম কামরুল হাসান রুমি। তিনি পেশায় ইন্টেরিয়র ও রেস্ট্যুরেন্ট ব্যবসায়ী।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টা নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে। রুমি হালিশহরের ‘জি’ ব্লক এলাকার এক নম্বর সড়কে বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-০৭ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটক কামরুল হাসান রুমি ১৫ মার্চ তার ফেসবুক ওয়ালে একটা ভিডিও শেয়ার করেন। যাতে তিনি উল্লেখ করেছেন হালিশহর ক্যান্টনমেন্ট স্কুলে ৪টা বাচ্চা করোনাভাইরাসে আক্রান্ত বলে তার কাছে নিশ্চিত খবর আছে। এই সুবাদে নগরবাসীকে তিনি পর্যাপ্ত খাবার ও ওষুধ সংগ্রহ করার আহবান জানান।’

তিনি আরো জানান, এমন বিভ্রান্তিকর খবর প্রচার করে গুজব ছড়িয়ে দেওয়াটা অপরাধ। এই ভিডিও বার্তায় মানুষ বিভ্রান্ত হয়েছেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!