কক্সবাজারে জমকালো আয়োজনে পর্দা উঠলো বাণিজ্য মেলার

কক্সবাজারে জমকালো আয়োজনে পর্দা উঠলো ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলার। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পর্যটন গল্ফ মাঠে বেলুন উড়িয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। এরপর মেলামঞ্চে অনুষ্ঠিত হয় কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারের মতো অফুরন্ত সম্পদ বাংলাদেশের আর কোথাও নেই। এতোদিন এসবের অপব্যবহার হয়েছে। যারা ক্ষমতায় ছিলো তারা লুটে নিয়েছে। কোনো উন্নয়ন হয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুৎ গতিতে কক্সবাজারের উন্নয়ন হচ্ছে। বিকশিত হচ্ছে অর্থনৈতিক খাতগুলো।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জয়বাংলা বাহিনীর যুদ্ধকালীন কমাণ্ডার কামাল হোসেন চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু, কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ ও প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন।

যৌথভাবে এ মেলার আয়োজন করেছে কক্সবাজার চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!