নগরীতে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রিত আব্দুল গাফফার (৫৫) ও নজিবুল্লাহ (১৮)। অপরজন টেকনাফের মোচনী শরণার্থী শিবিরের আব্দুর শুক্কুর (২০)।

বাকলিয়া থানাধীন মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে আব্দুল গাফফার ও নজিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের কাছ থেকে ১ হাজার করে ইয়াবা উদ্ধার করা হয়। আব্দুর শুক্কুরকে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস থেকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) এমদাদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নগরীতে বিক্রি করতে এসেছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

এফএম/এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!