কক্সবাজারে ইয়াবা খেয়ে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসে অতিরিক্ত ইয়াবা সেবন করে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হল আবির রহমান রুমি (২৪) ও মোহাম্মদ আরিফিন (২৫)। রোববার (২ ফেব্রুয়ারি) পৃথকভাবে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আবির কক্সবাজার সদর হাসপাতালে ও আরিফিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আবির ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও আরিফিন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আবিরের বাড়ি ঢাকার মালিবাগে চৌধুরী পাড়ায় ও আরিফিনের বাড়ি পুরান ঢাকায়।

জানা গেছে, ৩১ জানুয়ারি ৪ বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে পর্যটন এলাকার লং বিচ হোটেলে ওঠে। সেখানে ইয়াবা সেবন করে তারা। পরে ৪ জনের অবস্থা খারাপ হলে ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবির। পরে গুরুতর অবস্থায় আরিফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নিসর্গ নামের এক যুবক তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’

কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মাসুম খান বলেন, ‘আবির ও আরিফিন কক্সবাজারে বেড়াতে আসে হোটেল লং বিচে ওঠে। ইয়াবা সেবনে তারা অসুস্থ হয়ে পড়ে। আরিফিন ঢাকায় চলে গেলেও আবিরের অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয় নি। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!