ওরিয়েন্ট আজমীর সিটি ফুড রেস্টুরেন্ট চলছে লাইসেন্স ছাড়াই

লাইসেন্সের নবায়ন ও লাইসেন্স না থাকার দায়ে চট্টগ্রামের বন্দর এলাকার তিন রেস্টুরেন্টকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) অভিযান চালিয়ে এসব রেস্টুরেন্টকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

অভিযানে দি ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, হোটেল নুর-ই-আজমীরকে ৫ হাজার টাকা ও সিটি ফুড রেস্টুরেন্ট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

জানা গেছে, দি ওরিয়েন্ট রেস্টুরেন্টের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালে। দুই বছর পরও লাইসেন্স নবায়ন করেননি মালিক। এছাড়া নুর-ই-আজমীর ও সিটি ফুড রেস্টুরেন্ট কোনো ধরনের লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!