ইয়াবা পাচারে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসের চালক-হেলপার

কক্সবাজার থেকে ঢাকাগামী বাস ব্যবহার করে নিয়মিতভাবে ইয়াবার চোরাচালান দেশের বিভিন্নস্থানে পৌঁছে দিচ্ছিল একটি চক্র। বাসের চালক ও হেলপারদের মাধ্যমে সহজেই কাজটি করে আসছিল চক্রটি। সেই চক্রের সঙ্গে জড়িত এই রোডের ‘প্লাটিনাম পরিবহনের’ একটি বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৩ জুলাই) বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের একে খান মোড়ে চেকপোস্ট বসিয়ে প্লাটিনাম পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল সুপারভাইজার মো. সুমন (৩৮) ও হেল্পার শুভ (২৮)।

এ সময় তাদের দেওয়া তথ্যে বাসের লাগেজ ক্যারিয়ারের এলইডি লাইটের কভারের ভেতর লুকানো ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। যার মূল্য ৭২ লাখ ৫০ হাজার বলে জানিয়েছে র‍্যাব। এই কায়দার নিয়মিতভাবে দেশের বিভিন্নস্থানে ইয়াবা পাচার করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক দুই আসামি। এ ঘটনায় ব্যবহৃত বাসটিও জব্দ করেছে র‍্যাব।

আটক দুইজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসব তথ্য চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন র‍্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!